
স্টাফ রিপোর্টার:
আজ ২২ মার্চ বায়তুল মোকাররম উত্তর গেইটে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ
ঢাকা মহানগর আয়োজিত রমজানের স্বাগত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আবু তাহের খান বলেন, রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে, এই অবস্থা চলতে দেওয়া যায় না।
প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি এহতেশামুল হক সাখী বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় সকলকে আন্তরিকতা ও সচেতনতার পরিচয় দিতে হবে।
স্বাগত মিছিল পরবর্তী সমাবেশে মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ইসলামী যুবসমাজের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খান, ইসলামী শ্রমিক সমাজের কেন্দ্রীয় সভাপতি মুফতি ওয়াহিদুজ্জামান ফরিদপুরী, শ্রমিক সমাজের সহ সভাপতি হাবিবুজ্জামান মিলন, শ্রমিক সমাজের সংগঠন সচিব মাওলানা নুরুল ইসলাম চাটগাঁমী, ছাত্রসমাজের কেন্দ্রীয় প্রচার সচিব সাকিবুল হাসান, ছাত্র নেতা আমিনুল ইসলাম, মহানগর সাধারণ সম্পাদক শহীদুল্লাহ শাহিন, নাঈম হাসান, মাহদী হাসান প্রমুখ।
বার্তা প্রেরক, জাহিদুল ইসলাম প্রচার সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ ঢাকা মহানগর
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.