
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় পুলিশের অভিযানকালে এস.আই(নিরস্ত্র) মোবারক আলম সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ২২/০৩/২০২৩ তারিখ, রাত ৭টা.৪০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন মনিয়ন্দ ইউপিস্থ তুলাই শিমুল গ্রামে মোঃ আবু বক্কর ছিদ্দিক খান , পিতা- আব্দুল মতিন খান এর মালাকিনাধীন বিসমিল্লাহ ফার্মেসির সামনে পাঁকা রাস্তার উপর হইতে মাদকদ্রব্য (তিনশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ রিপন মিয়া (৫২), পিতা- মৃত সুলতান মিয়া, সাং- শোন লৌহঘর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। থাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়। পূর্বে উক্ত আসামীর বিরুদ্ধে ০২ টি মাদক মামলা রয়েছে।
অপর অভিযানকালে এএস.আই(নিরস্ত্র) মোঃ খোরশেদ আলম, ধরখার পুলিশ ফাঁড়ী ও সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৩/০৩/২০২৩ তারিখ আসামীর নিজ বাড়ী হইতে সিআর নং-৫৩৭/২২ (আখাউড়া) এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ আলামিন ভুইয়া, পিতা-শফিক ভুইয়া, সাং-রুটি, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। থাকে গ্রেফতার করা হয়।
ওসি আসাদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.