ওমর ফারুক

স্টাফ রিপোর্টার:

দ্বীর্গ এক যুগ পরে, বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন বিএনপি ও নব নির্বাচিত ঘুমধুম ইউনিয়ন যুবদল এবং অংগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে মিলন মেলা অনুষ্ঠিত হয়। আজ ৩মার্চ রোজ শুক্রবার জুমার নামাজের পর পরেই ঘুমধুম ক্যাপে হাইওয়ে রেস্টুরেন্টে উক্ত মিলন মেলা অনুষ্ঠিত হয়। উক্ত মিলন মেলায় বান্দরবান জেলা বিএনপির সভানেত্রী মিসেস ম্যামাচিং ও সাধারণ সম্পাদক জাবেদ রেজার আগমনে ঘুমধুমের হাইওয়ে রোডে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। বান্দরবান জেলা বিএনপির সভানেত্রী মিসেস ম্যামাচিং এক সাক্ষাৎকারে বলেন: সামনে জাতীয় নির্বাচনে দলকে ক্ষমতায় আনার জন্য একমাত্র নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন একান্ত জরুরি। সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেন: বিএনপির ১০দফা দাবিতে জেলা ও উপজেলা ভিত্তিক বিভিন্ন সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে এবং যতদিন পর্যন্ত এই ১০দফা মানা না হবে,ততোদিন বিএনপির এই সংগ্রাম চলবে বলে তিনি জানিয়েছেন। উক্ত মিলন মেলায় উপস্থিত ছিলেন: নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সভাপতি আরিফ উল্লাহ ছুট্টু, সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুর।
নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুল হক। সি: যুগ্ম আহ্বায়ক শাহ্ নেওয়াজ চৌধুরী। নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান চৌধুরী।
ঘুমধুম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম মেম্বার।
ঘুমধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব খায়রুল ইসলাম ।
ঘুমধুম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক,মাওলানা নুরুল হাসান আযাদ যুক্তিবাদী।
ঘুমধুম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর বাশার ও সাধারণ সম্পাদক জাহেদ আলম।সাবেক সাধারণ সম্পাদক জহির আহমেদ ও সাংগঠনিক সম্পাদক নুরুল আমিনসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঘুমধুম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর বাশার ও সাধারণ সম্পাদক জাহেদ আলম এর নেতৃত্বে ঘুমধুম ইউনিয়ন থেকে যুবদলের হাজারো কর্মিরা উক্ত মিলন মেলায় উপস্থিত হয়।
সাধারণ সম্পাদক জাহেদ আলম বলেন: উক্ত মিলন মেলাকে সফল করার জন্য তিনি ঘুমধুমের ৭নং ওয়ার্ড থেকে শত যুবদলের নেতাকর্মীদের নিয়ে তিনি উপস্থিত হন বলে জানিয়েছেন।