সম্পাদক

নিউজ ডেস্কঃ

বগুড়ায় এক শিক্ষার্থীর মাকে পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া ইয়াসমিনকে বদলি করা হয়েছে। তাকে আইন মন্ত্রণালয় সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার গণমাধ্যমকে বলেন, রুবাইয়া ইয়াসমিনের বিরুদ্ধে অভিযোগ এসেছে। এছাড়া গণমাধ্যমেও তার বিরুদ্ধে খবর প্রকাশিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বদলির সিদ্ধান্ত।

জানা গেছে, বিচারক রুবাইয়া ইয়াসমিনের মেয়ে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। নিয়মানুসারে সোমবার (২০ মার্চ) তার শ্রেণিকক্ষ ঝাড়ু দেওয়ার কথা ছিল। সে প্রথমে অস্বীকৃতি জানালেও পরে কাজটি করে। বিষয়টি নিয়ে সহপাঠীদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। পরে ওই দিন রাতেই স্কুলের একটি ফেসবুক গ্রুপে সহপাঠীদের কটাক্ষ করে একটি পোস্ট করেন বিচারকের মেয়ে। এতে কয়েকজন সহপাঠী প্রতিবাদ জানায়।

পরদিন (মঙ্গলবার) সকালে শিক্ষকদের মাধ্যমে কয়েকজন শিক্ষার্থী এবং তাদের অভিভাবককে ডেকে আনেন ওই বিচারক। পরে তাদের নামে মামলার হুমকি দেন এবং এক শিক্ষার্থীর মাকে পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করেন রুবাইয়া ইয়াসমিন।

এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। ছাত্রীরা বিচার না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামসহ অন্যান্যদের অনুরোধে মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে অভিভাবকরা সন্তানদের নিয়ে ফিরে যান।