ওমর ফারুক
স্টাফ রিপোর্টার:
বাঁশখালী উপজেলার নাপোড়া চুনতি অভয়ারণ্যে বন-বিভাগের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব খোন্দকার মাহমুদুল হাসান এর নের্তৃত্ব এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করে ৬ শিকারীকে আটক করা হয়।
বৃহস্পতিবার গোপন খবরের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
এই সময় চুনতি অভয়ারণ্যে মায়া হরিণ শিকার(জবাই) ও পরিবহনের সময় বাঁশখালী নাপোড়া ৫ নং ওয়ার্ডের মো:আলীর ছেলে মো: জসিম(২১), আলী হোসেনের ছেলে মোঃ নেজাম(২০),নেয়ামত আলীর ছেলে মনজুর(৩০),আব্দুল হকের ছেলে মোঃ হোসেন(৪০),মকসেদ আলীর ছেলে কালু(১৮) কে আটক করা হয়।
আটককৃত প্রত্যেক কে বণ্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ২৩(২) ধারার অপরাধে ২৬(১ক) ধারায় ০৬(ছয়) মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এই সময় জবাইকৃত মায়া হরিণ টি মাটি চাপা দেওয়া হয় ও হরিণ ধরতে ব্যবহৃত জাল পুড়িয়ে দেওয়া হয়।
বাশখালী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন,
বণ্যপ্রাণী ও পরিবেশ রক্ষার্থে প্রশাসনের এই অভিযান চলমান থাকবে।

