সম্পাদক
নিউজ ডেস্কঃ
৩২ মেগাপিক্সেল ক্যামেরার নতুন স্মার্টফোন নিয়ে এসেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান টেকনো। ফোনটিতে থাকছে মিডিয়াটেকের শক্তিশালী গেমিং প্রসেসর।
‘স্পার্ক ১০ প্রো’ মডেলের এই স্মার্টফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই ক্যামেরা। থাকছে ৬.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং টেকসই গ্লাস ব্যাক প্যানেল। একইসঙ্গে ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও জি ৮৮ গেমিং প্রসেসরসহ পাঁচ হাজার মেগাহার্টজের শক্তিশালী ব্যাটারি। যাতে থাকছে ১৮ ওয়াট ফাস্ট-চার্জিং সক্ষমতা।
ট্রানশন বাংলাদেশের সিইও রেজওয়ানুল হক টেকনো বাংলাদেশের পক্ষ থেকে বলেন, স্পার্ক ১০ প্রো স্মার্ট, ট্রেন্ডি এবং হাই পারফরমেন্সের বিভিন্ন ফিচারে সজ্জিত, যা নতুন প্রজন্মের স্মার্টফোন ব্যবহারকারীদের নিশ্চিতভাবে মুগ্ধ করবে। ডিজাইন, হার্ডওয়্যার এবং দাম বিবেচনায় এই স্মার্টফোনটি যেসব সুবিধা দিচ্ছে, তা বাজারে নতুন দৃষ্টান্ত তৈরি করতে সক্ষম হবে।
বাজারে স্টারি ব্ল্যাক ও পার্ল হোয়াইট কালারে মিলবে স্পার্ক ১০ প্রো। ফোনটির ১২৮ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যামের ভেরিয়েন্টের দাম পড়বে ১৭ হাজার ৯৯০ টাকা। ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যামের ভেরিয়েন্টের দাম পড়বে ১৫ হাজার ৬৯০ টাকা।

