ওমর ফারুক

স্টাট রিপোর্টার:

বুড়িমারী হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের এসএসসি ২০২৩ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ-২৩ বুধবার সকালে এসএসসি-২৩ ব্যাচের বিদায়ী ছাত্র-ছাত্রীদের আয়োজনে, বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোখলেসুর রহমান রতন,এর সার্বিক ব্যবস্থাপনায় বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোখলেসুর রহমান রতন স্যার,

বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোখলেসুর রহমান রতন,

বুড়িমারী হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃমফিজ,স্যারের সর্বশেষ বিদায় অনুষ্ঠান এটাই, কারণ রিটেনমেন্ট হয়ে গিয়েছে,

কাদের,মশিয়ার ,রফিকুল,বাবু স্যার,সুজন কুমার স্যার,ছাব্বির স্যার,রহিম স্যার,
আশরাফ স্যার,নুর , মোস্তাফিজুল স্যার,মোরশেদা,
সুতি রানী,পঙ্খী রানী, মোরশেদা,ও

রিচালনা করেছেন, বাংলাদেশের একজন বড় ইউটিউবার, স্বশিক্ষায় শিক্ষিত সবারই অনলাইন ম্যাডাম বলেই পরিচিত,বুড়িমারী হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের গর্বিত সুরাইয়া ম্যাম,

উপস্থিত হতে পারেনি, বুড়িমারী হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
রবিউল আলম খন্দকার স্যার,
ট্রেনিংয়ে গিয়েছে বলে জানা গিয়েছে

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী, সদস্যবৃন্দ, অভিভাবক বৃন্দ, এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের এসএসসি বিদায়ী এবং বর্তমান শিক্ষার্থীরা প্রমুখ।