
নিউজ ডেস্কঃ
নির্বাচন ব্যবস্থায় ভালোর কোনো শেষ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের ৭৫ পরবর্তী সময়ে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছিল। নির্বাচন ব্যবস্থায় ভালোর কোনো শেষ নেই। আরও অনেক ভালো করার নিশ্চয়ই সুযোগ রয়েছে। এজন্য আমাদের সবার চেষ্টা থাকতে হবে।
আমাদের নির্বাচনী ব্যবস্থায় এখন পর্যন্ত যতগুলো সংস্কার হয়েছে সবগুলো শেখ হাসিনা করেছেন। তিনি স্বচ্ছ ব্যালট বাক্স, ছবিসহ ভোটার তালিকা করেছেন।
তিনি বলেন, পুরো নির্বাচন ব্যবস্থা এখন স্বাধীন। নির্বাচন কমিশন নিজের লোক নেবার শক্তি এবং আর্থিক স্বাধীনতা পেল যাদের হাতে ঠিক তাদেরকেই বলা হচ্ছে নির্বাচন ব্যবস্থা ভালো নয়।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.