
মোঃ মোবারক হোসেন,স্টাফ রিপোর্টার:
নরসিংদীর মনোহরদীতে ৪নং খিদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাউছার রশিদ বিপ্লবের বিরুদ্ধে বিভিন্ন সংবাদপত্রে, ইউটিউব,সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাউছার রশিদ বিপ্লব।
শুক্রবার (৩১ মার্চ) বিকালে উপজেলার খিদিরপুর ইউপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান মোহাম্মদ কাউসার রশিদ বিপ্লব বলেন, আমার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মিথ্যাচার ও ষড়যন্ত্র করে আসছে কতিপয় একটি কুচক্রীমহল। যারা সম্প্রতি আমার সুনাম ও ইমেজ ক্ষুন্ন করার লক্ষ্যে এবং আমাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমি ও আমার ইউপি সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। এছাড়াও সম্পূর্ণ বানোয়াট মিথ্যাতথ্যপূর্ণ নাটক সাজিয়ে ইউটিউব ও শোস্যাল মিডিয়ায় বিভিন্ন অপপ্রচার চালিয়েছেন। এমনকি সংবাদকর্মী ভাইদের নিকটও মিথ্যা এবং ভুলতথ্য প্রদান করেছেন।
আমাকে নিয়ে যে অপপ্রচার ও সংবাদ পরিবেশন হয়েছে সেগুলো আদৌ সত্য নয়। যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এসব সংবাদ ও মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এসময় ইউপি পরিষদের সদস্য গোলাপ মিয়া, দুলাল মিয়া, শফিকুল ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার লোকজন, এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.