
নিউজ ডেস্কঃ
পাঁচ প্রকল্পে ২৩ কোটি ডলার তথা ২ হাজার ৩০০ কোটি টাকা ঋণ দিতে প্রস্তুত এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার চেয়েছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (৩০ মার্চ) শেরেবাংলা নগর পরিকল্পনা মন্ত্রণালয়ে এডিবর কান্ট্রি ডিরেক্ট ও এডিমন গিন্টিং-এর সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এ সময় মন্ত্রী বলেন, রেলপথ, পানি নিষ্কাশন ও সড়ক অবকাঠামো সংস্কার সংক্রান্ত পাঁচ প্রকল্পে ২৩ কোটি ডলার দিতে চায় এডিবি। টাকা নিয়ে এডিবি প্রস্তুত, আমরা প্রস্তুত হলেই এটা ছাড় হয়ে যাবে।
তিনি আরও বলেন, এডিবি চায় জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার হোক। আমাদেরও একই প্রত্যাশা, কারণ এনবিআর সংস্কার না হলে আমাদের টার্গেট পূরণ হবে কিভাবে?
গিনটিং বলেন, বাংলাদেশের উন্নয়নে আমরা সব সময় পাশে থাকি। আমরা সহায়তা দিতে প্রস্তুত। বন্যায় দেশটির অনেক ক্ষতি হয়েছে। এসবের সংস্কারে আমরা সহায়তা দেব। শুধু এনবিআর সংস্কার করলেই হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.