সম্পাদক

নিউজ ডেস্কঃ

শনিবার (১ এপ্রিল) রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন জনগণ এ সরকারকে আর দেখতে চায় না ।

খন্দকার মোশাররফ বলেন, দেশের যে সংকট সেটা এ সরকার নিরসন করতে পারবে না। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে হবে।

তিনি বলেন, আজ যারা গায়ের জোরে ক্ষমতায় আছেন, তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছেন। যদি কেউ সমালোচনা করেন তাহলে তাদের গায়ে লাগে। কারণ তারা গণতান্ত্রিক নন।

মোশাররফ হোসেন বলেন, স্বাধীনতার পরে যখন ক্ষমতায় ছিলেন তখনও গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করেছিল। রক্ষীবাহিনী দিয়ে এ দেশের বিরোধী মত দমন করেছে। চারটি সংবাদপত্র রেখে বাকি সবগুলা বন্ধ করেছে। আওয়ামী লীগের এ চরিত্র দেশের মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে।