ওমর ফারুক

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত রমজানেও জিনিসপত্রের দাম আকাশচুম্বী বাজার নিয়ন্ত্রনে সরকার সম্পূর্ণ ব্যর্থ
৩১ মর্চ’২৩ শুক্রবার পুরানা পল্টনস্থ ভোজন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে যাতে আমরা মুত্তাকি হতে পারি। রমজানের শিক্ষা হলো আমাদের ভিতরে খোদাভীতি সৃষ্টি করা। খোদাভীতির অভাবেই সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে চলছে সুদ ঘুষ ও দুর্নীতিসহ বিভিন্ন অপরাধ। তিনি আরও বলেন, সাধারণ মানুষের জীবন পরিচালনা মহাকঠিন হয়েগেছে। জিনিস পত্রের দাম আকাশচুম্বী। দাম নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, রমজানের সন্মানার্থে জিনিস পত্রের দাম সহনীয় পর্যায়ে রাখুন। আল্লাহ এর বিনিময় আপনাদের উত্তম প্রতিদান দিবেন। বেশি দাম আদায় করে মানুষদের কষ্ট দেওয়াটা কোনোভাবেই উচিৎ হবে না।

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সূধীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুরানা পল্টনস্থ ভোজন রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ। কেন্দ্রীয় অফিস ও বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ দেলোয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা কোরবান আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আবু সাঈদ নোমান, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা এনামুল হক মুসা, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজিজুর রহমান হেলাল, বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি নূর মোহাম্মদ আজিজী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা হারুনুর রশীদ ভ’ইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মুহসিন উদ্দীন বেলালী, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম রিয়াদ, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি নিজাম উদ্দীন আল আদনান, ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি এহতেশামুল হক সাকী, ইনসাফ ২৪ ডটকম এর সম্পাদক সায়্যেদ মাহফুজ খন্দকার, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহ- সভাপতি মাওলানা শরীফুজ্জামান জসিম, সাধারণ সম্পাদক মাওলানা ছানাউল্লাহ আমিনী, সাবেক ছাত্রনেতা মাওলানা আমানুল্লাহ রায়পুরী, ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগর সভাপতি সাকিব সাইফী প্রমুখ।