ওমর ফারুক
স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম জেলা পুলিশ সম্মিলিত সহযোগিতায় একটি মানবিক, স্বনির্ভর ও স্মার্ট বাংলাদেশের পথে যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় কুড়িগ্রাম জেলা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ধারাবাহিকতায় নাগেশ্বরী থানা পুলিশ ১ এপ্রিল পূর্বের ৮ টি মাদক মামলার আসামী নাগেশ্বরী রামখানা সিংগির ভিটা গ্রামের মাদক কারবারি খাদেম আলী (৫৩) কে ওয়ারেন্ট মূলে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে নাগেশ্বরী থানা পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন গ্রেফতারকৃত মাদক কারবারি খাদেম এর বিরুদ্ধে নাগেশ্বরী থানা সহ বিভিন্ন জেলায় মোট ০৮ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।তাকে ওয়ারেন্ট মূলে গ্রেফতার করা হয়েছে।তিনি আরও বলেন মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করেন।

