
বিশেষ প্রতিনিধিঃ
জাটকা ধরা বন্ধ হলে মানুষ বড় ইলিশ খাওয়ার সুযোগ পাবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, শ ম রেজাউল করিম।
এ সময় মন্ত্রী বলেন, একটা মা ইলিশ ছয় লক্ষাধিক ডিম দেয়। কিছু দুর্বৃত্ত বালু উত্তোলন করতে গিয়ে ইলিশের প্রজননস্থলের পরিবেশ নষ্ট করে। নদী দূষণ করে ইলিশের ডিম ও পোনা নষ্ট করে। ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে যত্রতত্র মাছ আহরণ করে মা ইলিশ ও জাটকা নিধন করে। একটা মা ইলিশ ধরা মানে ছয় লাখ ডিম নষ্ট করা। জাটকা ধরা মানে ছোট ইলিশ বড় হওয়ার পথ রুদ্ধ করে দেওয়া। যারা জাটকা ধরছেন, এ মাছ বড় হলে তারাই ধরবে, বড় মাছ বিক্রি করে তারাই লাভবান হবেন। দেশের মানুষ সুস্বাদু বড় ইলিশ খেতে পারবে।
শনিবার (১ এপ্রিল) সকালে পিরোজপুরের হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে "জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৩" এর উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগের নেতা কর্মী, সহ - অঙ্গ সংগঠনের নেতৃ বৃন্দ। আরও উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.