সম্পাদক

বিনোদন ডেস্কঃ

বলিপাড়ায় একের পর এক তারকারা গাঁটছড়া বেঁধে সংসারে মনোনিবেশ করছেন। পিছিয়ে নেই ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়াও। সম্প্রতি বিয়ের গুঞ্জন উঠেছে এই অভিনেত্রীর।

শোনা যাচ্ছে, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পরিণীতি। এমনকি বিয়ের পর বলিউড ছেড়ে রাজনীতিতে যুক্ত হওয়ার কথাও উড়ছে।

বর্তমানে বলিপাড়ায় বেশ চর্চায় রয়েছে আপ (আম আদমি পার্টি) নেতা রাঘব চড্ডা ও পরিণীতির প্রেম। মাঝে মধ্যেই নানা স্থানেই দেখা যায় এই প্রেমিকযুগলকে।

দিন কয়েক আগে শোনা গিয়েছিল, দুই পরিবারের উপস্থিতিতে খুব শিগগিরই আংটি বদল অনুষ্ঠানও উদযাপন করতে চলেছেন তারা।

তবে জনসমক্ষে সে কথা এই প্রেমিকযুগল ঘোষণা না করলেও বলিউডের অন্দরে গুঞ্জন রয়েছে, রাঘব ও পরিণীতির সাত পাকে ঘোরা নাকি এখন শুধু সময়ের অপেক্ষা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় টুইটারে একটি স্ট্যাটাস দেন উমের সন্ধু। তিনি লেখেন, ‘বিয়ের পরেই বলিউডকে একেবারেই বিদায় জানাতে চলেছেন পরিণীতি চোপড়া। সেই সঙ্গে উনি খুব শিগগিরই রাজনীতির সঙ্গে যুক্ত হতে চলেছেন।’

খবর : আনন্দ বাজার