
বিনোদন ডেস্কঃ
চলছে সিয়াম সাধনার পবিত্র মাস রমজান। এই মাসটি মুসলমানদের কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ। রহমত, মাগফিরাত ও নাজাতের অমিয় বার্তা নিয়ে আসা পবিত্র এই মাসকে স্বাগত জানিয়েছে গোটা মুসলিম উম্মাহ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রোজা রাখা নিয়ে মন্তব্য করেছেন কানাডিয়ান জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার ও তার স্ত্রী হেইলি বিবার।
জাস্টিন বিবারের ভাষ্যমতে, ‘এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। আমাকে এটা নিয়ে ভাবতে হবে। কারণ কোনওদিন এসব করিনি। আমার তো মনে হয় শরীরে পুষ্টি দরকার।’
স্বামীর কথায় সহমত পোষণ করে হেইলি বিবার বলেন, ‘আমার কাছে এই বিষয়টার (রোজা) কোনো অর্থ নেই। খাবার বন্ধ করার কি দরকার! হ্যাঁ, এটা হতে পারে আপনি শরীরের জন্য মিষ্টি কিংবা চিনি খাওয়া বন্ধ করলেন। খাবার বন্ধ করা বোকামো ছাড়া কিছু নয়।’
এদিকে রোজা নিয়ে এই তারকা দম্পতির মন্তব্যে বেজায় চটেছেন বলিউড অভিনেত্রী গওহর খান। তিনি জাস্টিন বিবার ও হেইলি বিবারকে ‘মূর্খ’ আখ্যা দিয়েছেন।
গওহর খান বলেন, কথা শুনেই বুঝা যাচ্ছে, তারা (জাস্টিন-হেইলি) কতটা মূর্খ। রোজা রাখার বিষয়ে যে বিজ্ঞান ও যুক্তিসঙ্গত কারণ রয়েছে, সে সম্পর্কে তাদের ধারণা নেই।’
প্রসঙ্গত, খুব শিগগির মা হতে চলেছেন গওহর খান। অন্তঃসত্ত্বা অবস্থাতেই রোজা রাখছেন তিনি। তার স্বামী জায়েদ দরবারও নিয়মিত রোজা রাখছেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.