
স্টাফ রিপোর্টার:
৫ ই এপ্রিল রোজ বুধবার ২০২৩ টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় জয় কালী মন্দিরে বাৎসরিক কালী পূজা অনুষ্ঠিত। প্রতি বছরের ন্যায় এ বছরও তিন দিনব্যাপী বাৎসরিক কালী পূজা তে প্রথম দিন ৬ টি পাঠা বলির মধ্য দিয়ে পূজা শুরু হয়, দ্বিতীয়দিন নয়টি পাঠা বলি হয়, তৃতীয় দিন ৭ টি পাঠা বলির জন্য এনে রাখা হয়েছে। কালী মন্দির এর সাধারন সম্পাদক মানিক সাহা চৌধুরীর সাথে কথা বলে জানতে পারা যায়। এখানে প্রতিদিন হাজারো ভক্তের আগমন ঘটে এবং রাত্রে সবার মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন জয় কালী মন্দিরের সভাপতি সুদীপ কুমার দত্ত মানু,সহ-সভাপতি শাওন সাহা চৌধুরী,সাংগঠনিক সম্পাদক সুশান্ত ঘোষ,রায় মোহন সূত্রধর, ভজন সাহা, সুকুমার সূত্রধর, পরিমল কর্মকার,বিপ্লব রায়, পলাশ বিশ্বাস,ও সমাজ কল্যাণ সম্পাদক সনৎ সাহা চৌধুরী।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.