
সোহেল রানা রাজশাহী :
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে সংবর্ধনা দিয়েছে রাজশাহী খ্রীষ্ট্রিয়ান মিশন হাসপাতাল।
আজ বুধবার (৫এপ্রিল) দুপুরে খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে এক সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উক্ত হাসপাতালের সিইও প্রদীপ চাঁদ মন্ডল, প্রফেসর ডাঃ সুজিত কুমার ভদ্র ও প্রফেসর ডাঃ বি.কে. দাম। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, মিশন হাসপাতাল রাজশাহী নগরীর পুরানো ঐতিহ্যবাহী সুনামধন্য একটি হাসপাতাল। আমি এই হাসপাতালের উত্তোরত্তর উন্নয়ন কামনা করছি। আমি এখানে এসে জানতে পেরেছি, মিশন হাসপাতালকে মেডিকেল কলেজ হিসেবে গড়তে চাইছেন আপনারা।
তাই হাসপাতাল কতৃপক্ষের নিকট আমার বিশেষ অনুরোধ, আপনারা ভারতের ভেলোরের সিএমসি ও হায়দ্রাবাদের এআইজি হাসপাতালের আঙ্গিকে এই মিশন হাসপাতালকে বহুতল ভবনের একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মান করে রাজশাহীবাসীর স্বাস্থ্য সেবাই এগিয়ে আসবেন। ভারতের সিএমসি‘র মত আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করলে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে আপনাদের এই মিশন হাসপাতাল। এসময় তিনি আরো বলেন, আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণে আমাকে ও আমার রাজশাহী জেলা পরিষদকে আপনারা সব সময় পাশে পাবেন। আপনারা হয়তো জানেন, আমার শশুর মৃত্যুর আগমুহুত্ব পর্যন্ত এই মিশন হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। এছাড়াও আমার পরিবারের অনেক সদস্য এই হাসপাতালের চিকিৎসা নিয়েছেন।
সংবর্ধনা শেষে হাসপাতাল পরিদর্শনকালে জেলা পরিষদ চেয়ারম্যান রুগীদের সাথে কথা বলেন। এই সময় রুগীরা হাসপাতালের মান অনেক উন্নত হয়েছে বলে জানালে জেলা পরিষদ চেয়ারম্যান রুগীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের উন্নত চিকিৎসার জন্য আর বিদেশে যেতে হবে না। অল্প কয়েক বছরের মধ্যে এই মিশন হাসপাতাল আপনাদের বিদেশের মত উন্নত চিকিৎসা দিবেন ইনশাল্লাহ। হাসপাতাল পরিদর্শনকালে খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের বিভাগীয় প্রধান সহ সকল ডাক্তার সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.