
নিউজ ডেস্কঃ
রাজধানীর অভিজাত এলাকার বিভিন্ন বাসায় চিকিৎসকের অ্যাপ্রোন পরে, মুখে মাস্ক এবং গলায় আইডি কার্ড ঝুলিয়ে চুরি করতেন এক দল চোর। সেই চোরচক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আ. আহাদ। বুধবার (৫ এপ্রিল) রাতে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারদের বিস্তারিত নাম-পরিচয় জানাননি তিনি।
ডিসি আহাদ বলেন, ডাক্তার সেজে বিভিন্ন বাসায় ঢুকে চুরি করা চক্রের প্রধান আসামিসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চুরি করা ১০টি মোবাইল ফোন ও ২টি ল্যাপটপ উদ্ধার করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.