
নিউজ ডেস্কঃ
নির্বাচন কমিশনের (ইসি) সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পৃথক দুটি প্রজ্ঞাপন ও অফিস আদেশের মাধ্যমে তাদেরকে বদলি করা হয়।
বুধবার (৫ এপ্রিল) জারি করা প্রজ্ঞাপন ও অফিস আদেশে সই করেছেন ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের বাজেট অধি-শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনকে রাঙ্গামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে, বরিশাল জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমকে নির্বাচন কমিশন সচিবালয়ের মানব সম্পদ উন্নয়ন ও কল্যাণ অধি-শাখার উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।
অপর এক প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের শৃঙ্খলা শাখার সহকারী সচিব নূর নাহার ইসলামকে সহকারী পরিচালক হিসেবে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এবং নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক মোহাম্মদ আল-মামুনকে শৃঙ্খলা শাখার সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের মানব সম্পদ উন্নয়ন ও কল্যাণ অধি-শাখার উপসচিব মো. মঈন উদ্দীন খানকে সচিবালয়ের বাজেট শাখার উপসচিব হিসেবে, ইসির উপসচিব দেওয়ান মো. সারওয়ার জাহানকে কমিশনের শৃঙ্খলা ও আপীল অধি-শাখার উপসচিব হিসেবে এবং সচিবালয়ের শৃঙ্খলা ও আপীল অধি-শাখার উপসচিব মো. রফিকুল ইসলামকে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।
আলাদা দুটি অফিস আদেশে এ তিনজনকে বদলি করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.