
নিউজ ডেস্কঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারকে যত সময় দেওয়া হবে তারা ততই দেশের ক্ষতি করবে।
বুধবার (৫ এপ্রিল) মালিবাগে রাজনৈতিক নেতাদের সম্মানে ১২ দলীয় জোটের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গণ-আন্দোলন গড়ে তুলে সরকার হঠানোর সংগ্রাম করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, সরকারের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের কারণেই বঙ্গবাজারের মতো বিভিন্ন স্থানে আগুন ও বিস্ফোরণ ঘটছে। সরকার কোথাও ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছে না। একের পর এক অগ্নিকাণ্ড ঘটছে। বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে হাজার কোটি টাকার কাপড় পুড়ে গেছে। কিছুদিন আগেও সিদ্দিকবাজারে অগ্নিকাণ্ডে ২২ জন নিহত হয়েছে। এরপরও মানুষকে কীভাবে এসব দুর্ঘটনা থেকে রক্ষা করা যায় তার কোনো পরিকল্পনা নেই।
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মুহাম্মদ ইবরাহিম।
জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ, হাবিবুর রশিদ হাবিব, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামীম বিন সাঈদী, জেএসডি সভাপতি আ স ম রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ১২ দলীয় জোট নেতা ব্যারিস্টার তাসমিয়া প্রধান, কারি আবু তাহের, শাহাদাত হোসেন সেলিম, রকিব হোসেন, এ টি এম গোলাম মাওলা চৌধুরী প্রমুখ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.