সম্পাদক
নিউজ ডেস্কঃ
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, কাউকে ক্ষমতায় নিতে বা কারও দাসত্ব করতে আমাদের রাজনীতি নয়। আমরা দেশ ও জনগণের জন্য রাজনীতি করি। আমরা বন্ধুত্বের নামে কারও কাছে মাথা নত করব না। এজন্য জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে হবে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা শেষে ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, বর্তমানে নির্বাচন একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। অনেকেই পয়সা খরচ করে নির্বাচন করেন। এরপর নির্বাচিত হয়ে সেই পয়সা আদায় করেন। আমরা এমন সংস্কৃতি থেকে রাজনীতিকে বের করতে চাই।
তিনি বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি থেকে ত্যাগী নেতা ছাড়া কাউকেই মনোনয়ন দেওয়া হবে না। আগামী নির্বাচনে অবস্থার প্রেক্ষিতে সিদ্ধান্ত হবে, জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে নাকি জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে।
এ সময় জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, ৩২ বছর রাষ্ট্রক্ষমতার বাইরে থেকেও জাতীয় পার্টি রাজনীতিতে টিকে আছে। এটা একটা বিশাল অর্জন। আমরা আমাদের দলকে শক্তিশালী করতে পারলে কোনো জোটের প্রয়োজন হবে না।

