
স্টাফ রিপোর্টার:
আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নিদের্শক্রমে সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান রাত্রীকালীন তদারকি ডিউটিরত থাকা অবস্থায় ০৭ এপ্রিল ২০২৩ তারিখ রাত্রী অনুমান ০১.৪৫ ঘটিকার সময় চিনাখড়া বাজারে অবস্থানকালে মোবাইল ফোনের মাধ্যমে তথ্য পান যে, সুজানগর থানাধীন খয়রান ব্রীজের নিচে হাঁসের খামারী মোঃ সেলিম প্রামানিক (৪৩) ও তার ছোট ভাই মোঃ বাবু আনিছ (১২) উভয় পিতা-মোঃ শহিদ প্রামানিক, গ্রাম ভায়না, থানা- সুজানগর, জেলা- পাবনাদেরকে
রশি দিয়ে বেঁধে জোর পূর্বক ৪/৫ জন অজ্ঞাতনামক দস্যূরা ৭০০টি পাতিহাস একটি পিআপ গাড়ীতে তুলে নিয়ে কাশিনাথপুরের দিকে যাচ্ছে। এমতো অবস্থায় সুজানগর থানার অফিসার ইনচার্জ উক্ত সংবাদটি পাবনা পুলিশ সুপার মহোদয়কে তাৎক্ষণিকভাবে অবগত করলে পুলিশ সুপার মহোদয় পুলিশ কন্ট্রোল পাবনার মাধ্যমে জেলার সকল রাত্রীকালীন ডিউটি পাটিকে অবগত করেন এবং সুজানগর থানার অফিসার ইনচার্জ নিজেও সঙ্গীয় অফিসার ফোর্সসহ হাঁস ভর্তি পিকআপ গাড়ীটি আটকের উদ্দেশ্যে কাশিনাথপুরের দিকে দ্রুত রওনা করেন এবং আমিনপুর থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান এবং ডিবির ওসি ইমরান মাহামুদ তুহিন সহ ডিবি টিমকে কাশিনাপুর মোড়ে চেকপোষ্ট বসানোর জন্য বলেন। উক্ত সংবাদের ভিত্তিতে একটি পাতিহাঁস ভর্তি পিকআপ গাড়ী রাত্রী ০২.১০ ঘটিকার সময় আমিনপুর থানার এসআই ব্রজেশ্বর বর্মন এবং ভিবি টিম সিগন্যাল দিয়ে কাশিনাথপুর মোড়ে দাড় করান। পরক্ষনেই অফিসার ইনচার্জ সুজানগর থানা কাশিনাথপুর মোড়ে পৌঁছে পিকআপ গাড়ির ড্রাইভারসহ ০৪ (চার) জনকে জিজ্ঞাসাবাদ করিলে দস্যূতা করে উক্ত হাঁস গুলো নিয়ে যাওয়ার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলেনঃ-
আসামী ১। মোঃ লিমন ওরফে রিমন শেখ (২৬) পিতা-মোঃ আবু সাঈদ শেখ গ্রামঃ কড্ডা (কোনাগাতী), থানা- সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ,
২। মোঃ আব্দুল বাছেদ (৩৩) পিতা-মৃত ইউসুব আলী, গ্রামঃ আন্ধারীঝাড়, থানা- ভূরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম,
৩। মোঃ ইব্রাহিম আলী প্রাং (২৫) পিতা-মোঃ সেরাত আলী
৪। মোঃ সোনা উল্লাহ (২৬) পিতা-মোঃ ইউসুব আলী, উভয় গ্রামঃ- ভাদাস, থানা-তাড়াশ, উভয় জেলা-সিরাজগঞ্জ।
উদ্ধারকৃত মালামালের বিবরণঃ-
১। পাতিহাঁস = ৭০০টি মূলা অনুমান ৩,৫০,০০০/- টাকা।
২। একটি হুলুদ রংয়ের পিকআপ গাড়ী, যাহার রেজিঃ নং ঢাকা-মেট্রো-গ ১৯-৪৩৫০।
উক্ত ঘটনায় নিয়মিত মামলা রুজু করে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.