
নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের সর্বোবৃহৎ সবজি বাজার দিগুবাবুর বাজারে মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ নুপুর সিন্ডিকেটের দৌরত্ম্যে অতিষ্ট সাধারণ কর্মজীবি মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা। অতিরিক্ত চাঁদা না দিলে অস্ত্র নিয়ে হুমকী দেওয়া হচ্ছে প্রাণ নাশের। এরই ধারাবাহিকতায় চাঁদাবাজী ধরে রাখতে স্থানীয় আড়ৎদারদের বিভিন্ন ভাবে হুমকীর পাশাপাশি বিভিন্ন গনমাধ্যমে তাদের নামে চাঁদাবাজির মিথ্যা প্রচার চালিয়ে সম্মানহানি করছে নুপুর সিন্ডিকেটের লোকেরা।
প্রতিদিন ভোর রাতে দেশের বিভিন্ন স্থান থেকে টাক ভর্তি সবজি, কাঁচামাল সহ বিভিন্ন পন্য সামগ্রী নিয়ে ব্যবসায়ীরা আসে নাঃগঞ্জ দিগুবাবুর বাজারে। মূলত এসকল ট্রাকবাহী পন্য সামগ্রী ২ ঘন্টার জন্য নামানো হয় বিক্রয়ের উদ্দেশ্যে। এসময়ে স্থানীয় আড়ৎদার রেজাউর রহমান আলিফ সহ আরো প্রায় ১০/১২ জন সম্মিলিত ভাবে সেই সকল পিকআপ ও ট্রাক থেকে নিজেদের তত্বাবধায়নে নিরাপত্তার সাথে মালামাল আনলোড করে। বিনিময়ে ট্রাক ড্রাইভার ও কাচা মালের মালিক পক্ষ তাদের সম্মানি দেয়। এভাবেই দীর্ঘ সময় যাবৎ তারা কাঁচামালের মালিক, ট্রাক ও পিকআপের মালিক পক্ষকে সহযোগীতা করে আসছে। তাছাড়া তারা বাজারের খাজনা প্রদান সহ রাস্তা পরিষ্কার রাখার দায়িত্বেও নিয়োজিত আছে।
বাজারের ভেতরে একই কাজ নুপুর সিন্ডিকেটের সদস্য ১। আবুল কাশেম (৫০)- গলাচিপা, ২। মোশাররফ (৩৮)- নন্দীপাড়া; পিতা: জর্দাওলা, ৩। জামাল ওরফে সুন্দর জামাল ওরফে ফেন্সি জামাল (৪৬)- গোয়ালপাড়া, ৪। নুপুর (৪০)- কিল্লার পুল; স্বামী: মহিউদ্দিন ৫। মিশু মিয়া- নন্দিপাড়া, ৬। জামান (৪৬)- গলাচিপা, ৭।সুমন ভান্ডারী- নন্দিপাড়া, ইকবাল- নন্দিপাড়া, ৮।মাসুম, ৯। আবু তাহের- নন্দিপাড়া।
তাদের শেল্টার দাতা মাদক সম্রাজ্ঞি নুপুর গত প্রায় ২০ বছর যাবৎ চাদাবাজি করে আসছে। তারা পাইকারদের ভয় ভীতি দেখিয়ে জোড়পূর্বক অতিরিক্ত ভাড়া আদায় করে যাচ্ছিল।
পরবর্তীতে বিষয়টি সম্পর্কে রেজাউর রহমান আলিফ এবং তার সহকর্মীরা জানতে পারলে সেই বিষয়টি তার বাজারের ইজারাদারকে অবগত করে এবং সকলের সিদ্ধান্ত অনুযায়ী নিজ দায়িত্বে উক্ত কার্যক্রমটি সুষ্ঠভাবে পরিচালনা করে গত ১০ দিন যাবৎ।
কিন্তু চাদাবাজিতে ব্যাঘাত ঘটায় ঈশ্বানিত হয়ে নুপুর সেইন্ডিকেটের সদস্যরা তাদের কাজে বাধা প্রদান করে এবং তাদেরকে চাঁদাবাজ আক্ষা দেওয়ার চেষ্টা শুরু করে। নানা জায়গায় মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
৩০/০৩/২০২৩ তারিখ ভোর ০৪:৩০ ঘটিকার সময় দিগু বাবুর বাজারের বিভিন্ন ট্রাক ও পিকআপর হইতে কাচা মাল নামানোর সময় নুপুর বাহিনী তাদের কাজে বাধা প্রদান করে এবং দেশীয় অস্র দেখিয়ে বিভিন্ন প্রকার ভয় ভীতি ও জীবন নাশের হুমকি প্রদান করে।
পরবর্তিতে উক্ত বিষয়টি থানায় রেজাউর রহমান আলিফ বাদী হয়ে সাধারণ অভিযোগ করে। তারই জের ধরে আলিফদের অন্য এক সহকর্মী খোরশেদের বাসায় চাঁদাবাজ মোশাররফ এবং ২০-২৫ জন অস্ত্রসহ তাকে তার বাসায় ভয়ভীতি দেখিয়ে আসে। উক্ত বিষয়ে খোরশেদের স্ত্রী বাদী হয়ে থানায় জিডি করে।
নিজেদের আধিপত্য ধরে রাখতে জামাল, মোশাররফরা পরবর্তীতে আলিফ সহ তার সহকর্মীদের বিরুদ্ধে গত ০২/০৪/২০২৩ ইং তারিখে নারায়ণগঞ্জ এ প্রকাশিত দৈনিক রুদ্রকন্ঠ, দৈনিক ইয়াদ এবং দেশের আলো পত্রিকাতে "চাদাঁবাজ বান্টি বাহিনীর চাঁদাবাজিতে অতিষ্ঠ আড়ৎদার মালিকরা" পুলিশ সুপার, ডি,বি পুলিশ, র্যাব বরাবর সংবাদ শিরোনামে একটি বানোয়াট সংবাদ প্রচারণা করা হয়।
উক্ত বিষয়ে আলিফ বলেন, "আমরা শ্রমজীবী মানুষ। পরিশ্রম করে টাকা উপার্জন করি। তাদের সমস্যা হচ্ছে আমাদের কারণে তারা চাঁদাবাজি করতে পারছে না। সেজন্যই আমাদের নামে মিথ্যা অপপ্রচার সহ নানাবিধ হুমকী দিয়ে যাচ্ছে। আমাদের দেশের আইনের উপরে ভরসা আছে। ইতোমধ্যে আমরা থানায় অভিযোগ করেছি। সরকারী জনপ্রতিনিধি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি এবং সহযোগীতা কামনা করছি।"
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.