
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার) এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার সুদক্ষ চৌকস একটি টিম গত ০৮/০৪/২০২৩ তারিখ পলাশ থানাধীন সেকান্দারদী সাকিনস্থ চরসিন্দুর টু-ইটাখোলাগামী পাকা রাস্তার ঝালঘাটা এলাকায় অভিযান পরিচালনা করে ০৩ জন আন্তঃ জেলা সিএনজি চোর গ্রেফতার ও ০৩টি চোরাই সিএনজি উদ্ধার করেন। উল্লেখ্য যে, আসামী রফিকুল ইসলামের বিরুদ্ধে ০২টি চুরির মা*মলা রয়েছে।
গ্রে*ফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ রফিকুল ইসলাম (৬০), পিতা-মোঃ রজব আলী, সাং-সুহিলপুর (কলামুরি), থানা+জেলা-বাহ্মনবাড়ীয়া,
২। মোঃ আল আমিন (২৮), পিতা-খোকা মিয়া, সাং-নতুন থোল্লাকান্দি, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মনবাড়ীয়া,
৩। উজ্জল (৩৪), পিতা-আঃ হাই @ লুডু মিয়া, সাং-বাড়াইল, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মনবাড়ীয়া
উদ্ধারকৃত আলামতের বিবরণঃ
১। ০৩টি সিএনজি
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.