
সোহেল রানা, রাজশাহী:
রাজশাহী জেলার প্রধান শাখা যার রেজিঃ নং রাজঃ ১৬০৭ এর আওতাধীন তানোর উপজেলায় ১৩ জন সদস্য বিশিষ্ট ট্রাক,ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের কার্যালয় রয়েছে। যা তানোর থানার মোড় থেকে উপজেলা যেতে রাস্তার বাম পাশে অবস্থিত। উক্ত ইউনিয়নের তানোর উপজেলা শাখার সভাপতি মোঃ আয়েশ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ বলেন আমরা বিভিন্ন মালবাহী যানবাহন প্রয়োজন অনুসারে কৃষক, ব্যবসায়ীসহ সকল প্রকার মানুষদের নিকট ভাড়ার জন্য সরবরাহের মাধ্যমে সেবা প্রদান করে থাকি। যার মাধ্যমে এই ইউনিয়ন তাদের চালান বই এর মাধ্যমে কমিশন বাবদ সামান্য কিছু টাকা পেয়ে থাকেন বলে তারা জানান।
তারা আরো বলেন আমরা তানোর উপজেলার ভিতরে তাদের আওতাধীন যানবাহন ও ড্রাইভার দের রাস্তায় কোথাও কোন সমস্যা হলে তারা সেখানে ছুটে যান এবং তাদের সাধ্যমত সমস্যার সমাধান করে থাকেন। প্রয়োজনে তারা জেলা কমিটিকে জানান। সভাপতি ও সাধারণ সম্পাদক আরো বলেন যে, উক্ত ইউনিয়নের মাধ্যমে আমরা ড্রাইভার দের মৃতকালীন অনুদান, শিক্ষা ভাতা, কণ্যা বিবাহ অনুদান ও কল্যানার্থে সাহায্যে প্রদান করে থাকি।
তানোর শাখার উক্ত শ্রমিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্য বৃন্দগণ বলেন যে, আমরা যান বাহন দ্বারা মানুষদের কে সেবা প্রদানের মাধ্যমে কমিশন নিয়ে তা দিয়ে শ্রমিকদের কল্যানে সুষ্ঠুভাবে নিয়ম অনুসারে শ্রমিক ইউনিয়নের তানোর শাখার কাজ পরিচালনা করে থাকি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.