
নিউজ ডেস্কঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে পাওয়া যাবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসের অগ্রিম টিকিট।
রোববার (৯ এপ্রিল) থেকে রাজধানীর বিআরটিসি বাস ডিপো থেকে এই টিকিট সংগ্রহ করা যাবে।
আজ প্রথম দিনে পাওয়া যাবে আগামী ১৪ এপ্রিলের টিকিটি। এর মধ্যদিয়ে এবারের ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করতে যাচ্ছে সরকার মালিকানাধীন গণপরিবহনটি। আর এ বছর বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস চলবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত।
বিআরটিসির পক্ষ থেকে জানানো হয়, মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ (চাষাঢ়া) বাস ডিপো থেকে ঈদের অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে।
বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ঈদ সার্ভিসে সারাদেশে বিআরটিসি ৯০০ বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজন হলে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে। ঢাকাসহ আশপাশের এলাকায় বিআরটিসির ৫৫০টি বাস চলবে। দক্ষিণের প্রায় সব জেলায় বিআরটিসির বাস চলাচল করবে। প্রতিবছরের মতো গার্মেন্টস শ্রমিকদের জন্য এবারও বাস বুকিং দেওয়ার সুযোগ রাখা হয়েছে। নারায়ণগঞ্জ ও গাজীপুরে বেশি গার্মেন্টস থাকায় সেসব এলাকার ডিপো থেকে বাস ভাড়া করা যাবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.