
সোহেল রান, রাজশাহী:
রাজশাহীর তানোরের তালন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) আবুল হাসানের বিরুদ্ধে এক যুবককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
গত ৬ এপ্রিল বৃহস্প্রতিবার ইউপির লালপুর বাজারে এই ঘটনা ঘটেছে। আহত যুবকের নাম শাহীন। তিনি তানোর পৌরসভার ঠাকুরপুকুর মহল্লার টিটু মন্ডলের পুত্র। এ ঘটনায় শাহীনের মা সাবিনা বেগম বাদি হয়ে হাসান মেম্বারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, সম্প্রতি হাসান মেম্বারের নেতৃত্বে সম্পত্তি নিযে বিরোধের জের ধরে সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠকে শাহীনকে ৮ শতক জমি দেয়া হয়। কিন্তু পরিমাপ করে জমি কম হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান,গত বৃহস্প্রতিবার সন্ধ্যায় লালপুর বাজারে শাহীনের সঙ্গে হাসান মেম্বারের দেখা হলে শাহীন বলেন, মেম্বার সাহেব বিচারে কিভাবে জমি দিলেন জমি তো ৮ শতক হচ্ছে না। এ সময় মেম্বার হাসান বলেন, আমি তোর চাকর এই বলেই তাকে মারপিট শুরু করে। শাহীনের চিৎকারে উপস্থিত লোকজন শাহীনকে আহত অবস্থায় উদ্ধার করে তানোর উপজেলা হাসপাতালে পাঠায়। শাহীন এখন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে শাহীন বলেন, বাবু চেয়ারম্যানের হুকুমে মেম্বার আবুল হাসান তাকে মারপিট করে ২৮ হাজার টাকা দামের মোবাইল কেড়ে নিয়েছেন।
এবিষয়ে ইউপি সদস্য আবুল হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, শাহীন মাতাল অবস্থায় মোটরসাইকেল চালাতে গিয়ে পড়ে যায়। পরে এলাকার একজন ছেলেকে মারপিট করে পালাতে গেলে তারা তাকে কিছু উত্তম মধ্যম দিয়েছে। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.