
নিউজ ডেস্কঃ
ঈদ উপলক্ষে এবার প্রথমবারের মতো ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি চলছে। ফলে এবার রেলস্টেশনের পরিবর্তে টিকিট প্রত্যাশীদের লড়াই চলছে অনলাইনে। কেউ টিকিট পাচ্ছেন, আবার অনেকেই টিকিট পাচ্ছেন না।
সোমবার (১০ এপ্রিল) বিক্রি হচ্ছে ২০ এপ্রিলের আগাম ট্রেনের টিকিট। আর ওইদিন বৃহস্পতিবার হওয়ায় টিকিটের চাহিদাও তুলনামূলক বেশি। এদিন মাত্র এক ঘণ্টায় টিকিট কাটার জন্য রেলের অ্যাপে ক্লিক পড়েছে ৫৫ লাখের বেশি।
জানা গেছে, গত ৭ এপ্রিল ১৮ হাজার ৫০০, ৮ এপ্রিল ২৫ হাজার ২০০ এবং ৯ এপ্রিল ২৪ হাজার ৫০০ টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। সোমবার ২৭ হাজারের কিছু বেশি টিকিট বিক্রি হবে। মঙ্গলবার শেষ হবে এবারের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি।
রেল কর্তৃপক্ষ জানায়, ঠিক ৮টায় সার্ভার অন করার সাথে সাথে একসঙ্গে প্রায় ১১ লাখ ক্লিক পড়েছে সার্ভারে। এরমধ্যে প্রথম পাঁচ মিনিটের মধ্যে সেটা প্রায় ১৫ লাখ হয়ে যায়। আর এক ঘণ্টার মধ্যে ক্লিক সংখ্যা ৫৫ লাখ ছাড়িয়ে যায়।
এদিকে উত্তরবঙ্গ, ময়মনসিংহসহ কয়েকটি অঞ্চলের ট্রেনের টিকিট কয়েক মিনিটে শেষ হয়ে গেছে বলে জানা গেছে।
সোহান নামে এক যাত্রী বলেন, নেত্রকোনা যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটতাম। কিন্তু মাত্র কয়েক মিনিটেই সব টিকিট শেষ। এখন বাড়ি যাব কীভাবে। অনলাইনে টিকিট পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার।
কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, অনলাইনে সক্ষমতার চেয়ে শতগুণেরও বেশি হিট পড়ছে। কারও ভাগ্যে টিকিট জুটছে, কারও ভাগ্যে জুটছে না। তবে আমরা শতভাগ স্বচ্ছতার সঙ্গে টিকিট বিক্রি করছি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.