
নিউজ ডেস্কঃ
আসন্ন ঈদে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নেওয়া যাবে না বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে জরুরি আলোচনা সভায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা।
রোববার (৯ এপ্রিল) সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন, ঢাকার প্রায় ১২০টি পরিবহন কোম্পানির চেয়ারম্যান, এমডি, সব রুট মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নের নেতার।
সভায় সিদ্ধান্ত হয়, শ্রমিকদের বেকার ভাতা বা ঈদ বকশিসের নামে গাড়ি থেকে অতিরিক্ত টাকা আদায় করা যাবে না। তাছাড়া ফিটনেসবিহীন কোনো গাড়ি ঢাকা বাইরে রিজার্ভে পাঠানো যাবে না।
এছাড়া বাস টার্মিনালে শৃঙ্খলা বজায় রাখার জন্য সরকারের পাশাপাশি প্রতিটি টার্মিনালে বিশেষ করে সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল মালিকদের সমন্বয়ে একটি টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় সভা থেকে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.