
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার দুর্গাপুরে ধান খেতে সেচ দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নুর আলম (৩২) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত আনিফ মীর(৪০) নামের এক জনকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে কুল্লাগড়া ইউনিয়নের মাধবপুর টিলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক নুর আলম একই গ্রামের মো. হরমুজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুরনো শত্রুতা ও ধান খেতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার রাতে প্রতিপক্ষ আনিফ মীরসহ অন্যান্যরা ধারালো অস্ত্র দিয়ে নুর আলমের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় নুর আলমের।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্বাস আলী জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.