
স্টাফ রিপোর্টারঃ
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা ইং ১৪/০৪/২০২৩ খ্রিঃ অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন রুদ্রেশ্বর মৌজাস্থ জনৈক আনছার আলী(৫০), পিতা- মোঃ পর্বত আলী, সাং-রুদ্রেশ্বর ৭ নং ওয়ার্ড, থানা কালিগঞ্জ, জেলা লালমনিরহাট এর বসতবাড়ির ১০ গজ দক্ষিণে কাকিনা বাজার হইতে রংপুরগামী পাকা রাস্তার উপর ধৃত আসামী ১। মোঃ হাসমত আলী (২০) এবং আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ২। মো: মাজারুল ইসলাম (১৬ বছর ০৪ মাস ২৫ দিন) দ্বয় এর হেফাজত হইতে ৩০ বোতল ফেন্সিডিল বহন করার সময় ইং ১৪/০৪/২০২৩ খ্রিঃ ২৩:৩০ ঘটিকার সময় ধৃত করা হয় । এ বিষয়ে কালিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর প্রস্তুতি চলছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.