
স্টাফ রিপোর্টারঃ
কক্সবাজার সদর থানাধীন খরুলিয়া নয়াপাড়া এলাকার মৃত বাহাদুরের মেয়ে ইয়াবা সম্রাজ্ঞী বাবুনী কোন কিছুর তোয়াক্কা না করে চালিয়ে যাচ্ছেন তার রমরমা ইয়াবার কারবার।
অনুসন্ধানে জানা যায় যে, বাবুনী উখিয়ার বালুখালী এলাকার আব্দুর রহমানের কাছে থেকে স্বল্প মূল্যে ইয়াবা ক্রয় করে থাকে তারপর সময় ও সুযোগ বুঝে সিএনজি চালক কোনারপাড়ার মৃত ইউসুফের ছেলে ফুতিক্কার মাধ্যমে ইয়াবগুলো নয়াপাড়ায় নিয়ে আসা হয়। ইয়াবাগুলো নোয়াপাড়া এলাকার বশির আহম্মদের ছেলে মালেকের কাছে রেখে দেন বলে জানা যায়। বাবুনীর অত্যন্ত বিশ্বস্ত বহনকারী আব্দুল মালেক,সে বাবুনীর ইয়াবাগুলো বহন করে গাড়ি ক্রয় করেছেন বলে এলাকায় গুঞ্জন রয়েছে।
সূত্র মতে জানা যায় যে, মাদক সম্রাজ্ঞী বাবুনীর ঢাকাইয়া স্বামী নুরুউদ্দীন ওরফে অনিক প্রকাশ শরীফ কিছুদিন পূর্বে কক্সবাজার থেকে ইয়াবা পাচার করতে গিয়ে র্যাব -১৫ কক্সবাজারের একটি চৌকস টিমের কাছে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার হন, তার ঢাকাইয়া স্বামী নুরুউদ্দীনের বিরুদ্ধে ঢাকা,নারায়ণগঞ্জ, চট্টগ্রামে একাধিক মাদক মামলা রয়েছে এবং সর্বশেষ কক্সবাজারে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন বলে জানা যায়। বাবুনীর স্বামী কারাগারে থাকলেও তাদের ইয়াবার কারবার থেমে নেই, বাবুনীর মাধ্যমে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন স্থানের ইয়াবা কারবারিদের কাছে ইয়াবা পাচারের তথ্য রয়েছে।
বাবুনীর নিজের বাড়ি খরুলিয়া নইয়াপাড়া এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় ইয়াবার কারবার করে তৈরী করেছেন প্রাসাদসম অট্টালিকা, বিভিন্ন স্থানে বিভিন্ন নামে ক্রয় করেছেন জায়গা-জমি। একসময় বাবুনী ইয়াবার বহনকারী হিসেবে কাজ করলেও বর্তমানে সে বিলাসী জীবন -যাপন করে যাচ্ছে এবং চলাফেরায় রয়েছে আভিজাত্যের ছাপ তার এমন বিলাসী জীবন-যাপনের পিছনে রয়েছে রমরমা ইয়াবার কারবার।
ইয়াবা সম্রাজ্ঞী বাবুনী সম্পর্কে স্থানীয় এলাকাবাসীর কাছে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি এই প্রতিবেদককে বলেন, বাবুনী এলাকায় একজন ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত তার ঢাকাইয়া স্বামী কিছু দিন পূর্বে ইয়াবাসহ গ্রেফতার হন কিন্তু তারপরও সে ইয়াবার কারবার করে যাচ্ছে। এই ব্যক্তি আরও বলেন বিভিন্ন সময় বাবুনীর বাসায় অপরিচিত মানুষের আনাগোনা দেখা যায় তারা বাবুনীর কাছে ইয়াবা নিতে আসে বলে জানান তিনি ।
উক্ত অভিযোগের বিষয়ে জানতে ইয়াবা সম্রাজ্ঞী বাবুনীর মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তার ব্যবহৃত মুঠোফোন নাম্বারটি বন্ধ থাকায় তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.