সম্পাদক

নিউজ ডেস্কঃ

রোববার (১৬ এপ্রিল) এক বিবৃতিতে বিসিবির মিডিয়া বিভাগ জানায় গরমের তীব্রতায় নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। ব্যারোমিটারে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সূর্য যেন অগ্নিবর্ষণ শুরু করছে। ঘরে-বাইরে সমান গরম অনুভূত হওয়ায় শ্রমজীবী ও সাধারণ মানুষ বিপাকে পড়েছেন।

পবিত্র মাহে রমজান ও সিয়াম সাধনার এই মাসে দুঃখী ও অসহায় মানুষদের সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের কথা বিবেচনা করেই তাদের পাশে দাঁড়াচ্ছে বিসিবি।

সোমবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠ প্রাঙ্গণে এই সহায়তা করবে বিসিবি। এ সময় বিসিবি বস নাজমুল হাসান পাপন উপস্থিত থেকে অসহায়দের মধ্যে খাবার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করবেন।

যদিও এবারই প্রথমবার না, এর আগেও বিভিন্ন সময়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছে দেশের ক্রিকেটের এই নিয়ন্ত্রণ সংস্থা। বেশ কিছুদিন আগে সাফজয়ী নারী ফুটবলারদের ৫০ লাখ টাকা দিয়েছে বিসিবি। এ ছাড়া প্রায় প্রতি রমজানেই সুবিধাবঞ্চিত মানুষদের খাবারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করে বিসিবি।