সম্পাদক
নিউজ ডেস্কঃ
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন মহানগর জাতীয় পার্টির সভাপতি এম এম নিয়াজউদ্দিন।
তিনি বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এম এম নিয়াজউদ্দিনকে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন।
এদিকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান। তফসিল অনুযায়ী, ওই সিটিতে আগামী ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

