
নিউজ ডেস্কঃ
সোমবার (১৭ এপ্রিল) ডিএমটিসিএলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান আগামী জুলাই মাসে আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল চলবে । এটি মেট্রোরেলের দ্বিতীয় অংশ।
এম এ এন ছিদ্দিক বলেন, প্রথমে পারফরম্যান্স টেস্ট হবে। এরপর সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট ও ট্রায়াল রান অনুষ্ঠিত হবে। এরপর মেট্রোরেল পরিপূর্ণভাবে চালানো হবে।
তিনি বলেন, আমাদের হাতে যে ছয় মাস সময় আছে, আমরা এই সময়ের মধ্যেই শেষ করব। সবকিছু লক্ষ্যমাত্রা আমাদের টার্গেটের মধ্যেই আছে।
মেট্রোরেলের আয়ের হিসেব তুলে ধরে তিনি বলেন, গতকাল রোববার (১৬ এপ্রিল) পর্যন্ত মেট্রোরেলে মোট যাত্রী ভ্রমণ করেছেন ১৩ লাখ ৫৮ হাজার। এতে আয় হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা।
উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। উদ্বোধনের পরদিন থেকে যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে ঢাকায় মেট্রোরেলের চলাচল শুরু হয়। বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু রয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.