সম্পাদক
স্টাফ রিপোর্টারঃ
ফরিদপুরের ভাঙ্গায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত নামা এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৬ এপ্রিল) ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় রাত ৮ টার সময় ছেলে ধরা সন্দেহ গণপিটুনির ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত ৮ টার সময় ছেলে ধরা সন্দেহ অজ্ঞাত এক যুবক কে বাসস্ট্যান্ড এলাকার লোকজন গণপিটুনি দেয়। এতে অজ্ঞাত ঐ যুবক গুরুতর আহত হয়। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে ঐ ব্যক্তিকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ফরিদপুরে ভর্তি করে। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অজ্ঞাত নামা ঐ যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি। এই বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম বলেন, আমরা খবর পাই পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় ছেলে ধরা সন্দেহ এক যুবক কে গণপিটুনি দিচ্ছে। পরবর্তীতে আমারা দ্রুত অজ্ঞাত নামা এক যুবক কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি কিন্তু সেখানে সে চিকিৎাসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার নাম পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এই বিষয়ে আইনগত ব্যবস্থা পক্রিয়াধিন।

