সম্পাদক
নিউজ ডেস্কঃ
রাষ্ট্রপতি হিসেবে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচনের জন্য যা কিছু প্রয়োজন তা-ই করবেন বলে জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন৷ ঢাকায় নিজের বইয়ের আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানে এই কথা বলেন তিনি৷
তিনি বলেন, ‘‘সামনে জাতীয় সংসদ নির্বাচন…সকলে মুখে মুখে বলছি নির্বাচন খুব ক্রুশিয়াল হবে, কিন্তু আমি মনে করি কোনো ক্রুশিয়াল নয়৷”
তার আশা দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন সংবিধানের আলোকে একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে৷ তিনি বলেন, ‘‘দেশে একটি সংবিধান আছে৷ কারও মাথা ঘামানোর প্রয়োজন নেই৷”
এই বিষয়ে রাষ্ট্রপতি হিসেবে নিজের দায়িত্ব পালন নিয়ে তিনি বলেন, ‘‘একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাষ্ট্রপতি হিসেবে যা করণীয় তাই করব৷”
তিনি আরো বলেন, ‘‘একজন সুপ্রিম কমান্ডার হিসেবে আমার যেটুকু দায়িত্ব- এই নিরপেক্ষতাটাকে বজায় রাখার জন্য, সমস্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য- যতটুকু প্রয়োজন করব৷”
রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করার জন্য প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলী ও কার্যনির্বাহী কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকেও ধন্যবাদ জানান৷
নবনির্বাচিত রাষ্ট্রপতি তার বইয়ের নাম দিয়েছেন ‘এগিয়ে যাবে বাংলাদেশ’৷ তিনি জানান, তার শৈশব থেকে শুরু করে পুরো জীবনের কথা; সংগ্রাম, রাজনীতি, মুক্তিযুদ্ধ, জেলজীবন, কর্মজীবন, সংসার-জীবন, চিন্তাদর্শ তথা সবকিছুর পরিচয় বইটিতে উঠে এসেছে৷

