
বিনোদন ডেস্কঃ
বলিউডে প্রথম সিনেমা মুক্তি পাওয়ার আগেই ব্যাপক কটাক্ষের মুখে পড়েছেন পলক তিওয়ারি। মূলত খোলামেলা পোশাক পরে ইফতার পার্টিতে উপস্থিত হওয়ার কারণেই এই সমালোচনার শিকার হন তিনি।
সম্প্রতি মায়ানগরীতে ইফতার পার্টির আয়োজন করেছিলেন বিধায়ক বাবা সিদ্দিকি। আর সেই পার্টিতেই রীতিমতো ‘বিজলি’ বেশে হাজির হয়েছিলেন পলক।
পার্টিতে রুপালি রঙের খোলামেলা ব্লাউজ ও লেহেঙ্গা পরে উপস্থিত হন পলক। মুহূর্তেই সেই ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ইফতারের আয়োজনে অভিনেত্রীর এমন পোশাকের কারণেই ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
রীতিমতো মন্তব্যের ঝড় ওঠে নেটিজেনদের। একজন লিখেছেন, ইফতারের মতো ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে এমন পোশাক একেবারেই মানানসই নয়। কেউবা আবার বলেছেন, গ্ল্যামার দুনিয়ায় পা রেখেই নাকি দিশা পাটানিকে অনুসরণ করছেন পলক। আরেক নেটিজেন লিখেন, ইফতার পার্টির জন্য পোশাক পরেছেন নাকি, ফ্যাশন শোয়ের জন্য?
দিন কয়েক আগেই সালমানের সিনেমার শুটিং সেটে পোশাক নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন পলক। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার সেটে নাকি মহিলাদের পোশাকের জন্য বিশেষ নিয়ম জারি রাখেন সালমান খান। সেটে উপস্থিত মহিলাদের সবাইকে ভাইজানের পক্ষ থেকে অবশ্যই বুকঢাকা পোশাক পরার নির্দেশ দেওয়া থাকে।
এই মন্তব্য করার পরেই ব্যাপক অস্বস্তিতে পড়েন পলক। যদিও বিতর্ক তৈরি হওয়ার পরে এ প্রসঙ্গে সাফাইও দিয়েছেন তিনি। ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে পলকের।
খবর : আনন্দবাজার
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.