
বিনোদন ডেস্কঃ
দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল দিক থেকে শুরু করে অনেক কিছু দেখিয়েছেন। বিদেশের সিনেমার মতো অ্যাকশন তার সিনেমার মাধ্যমেই দর্শক প্রথমবার দেখার সুযোগ পেয়েছেন। তিনি অনন্ত জলিল। (১৭ এপ্রিল) এই নায়কের জন্মদিন।
বরাবরের মতো প্রতি বছর এই দিনটিতে পরিবার, সহকর্মী ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। দূর দূরান্তের বিভিন্ন জেলা থেকে ছুটে এসেছেন নায়কের ভক্তরা।
তার জন্মদিন উপলক্ষে সোমবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। সেখানে নিজের আসন্ন সিনেমা ও নানা বিষয়ে খোলামেলা কথা বলেন। আনুষ্ঠানিকতা শেষে দুই ছেলেকে পাশে নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেন অনন্ত জলিল। এখানেই বাঁধে বিপত্তি।
কেক কেটে ছেলেদের খাইয়ে দেন অনন্ত জলিল। এরপর পরিচালক মোঃ ইকবালকে কেক খাওয়াতে গেলে তিনি অনন্ত জলিলের মুখে কেক তুলে দেন।
অনন্ত জলিল কেক খেতে খেতেই সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আসুন আপনাদেরকে কেক খাইয়ে দেই। তখন সাংবাদিকদের পক্ষ থেকে জবাব আসে, আমরা রোজা। সে সময় অনন্ত জলিলের মনে পড়ে তিনিও রোজা রেখেছেন। মূলত ভুলবশত কেক খেয়ে ফেলেন নায়ক। ইতোমধ্যে সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.