
স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর ৬ দিন ও ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ৮ দিন ছুটি ঘোষনা করা হয়েছে।
দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরের ম্যানেজার মির্জা কামরুল হক জানান, মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালন, ব্যাংক বন্ধ ও রেল মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক দর্শনা বন্দর ১৮ এপ্রিল থেকে ২৩ এপ্রিল ছুটি ঘোষনা করায় ভারত থেকে রেলপথে কোন মালামাল আমদানি করা হবেনা। ফলে বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। একই সময় দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেন ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষনা ও বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছে রেলকতৃপক্ষ। ছুটি শেষে বন্দরের স্বাভাবিক কার্যক্রম, মালবাহী ট্রেনে মালামাল আমদানি ও মৈত্রী এক্সপ্রেস ট্রেন দর্শনা আন্তর্জাতিক রেলপথে পুর্বের যথা নিয়মে চলাচল করবে বলে তিনি সাংবাদিকদের জানান। এ দিকে দর্শনা ইমিগ্রেশন ওসি মো নাইম হাসান জানান পবিত্র ঈদুল ফিতরের জন্য দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারত- বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.