
স্টাফ রিপোর্টার:
মাদারীপুরের ডাসারে অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করেন এক মুঠো স্বপ্ন পরিবার।
আজ বিকাল ৪ টায় ডি,কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি এন্ড কলেজ হল রুমে বসে অর্ধশত অসহায় শিশুদের মাঝে ঈদ-বস্ত্র বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এক মুঠো স্বপ্ন পরিবারের এডমিন ও দৈনিক গণমুক্তি পত্রিকার প্রতিনিধি সাদ্দাম হোসেন, উপস্থিত ছিলেন ডাসার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ অনিক হোসেন, উপস্থিত ছিলেন ডাসার উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী নাফিস ফুয়াদ, উপস্থিত ছিলেন ডাসার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম কাজি,উপস্থিত ছিলেন শিকার মঙ্গল মানব কল্যাণ সংগঠনের ডাসার ইউনিয়ন শাখার সহ-সভাপতি রাজিবুল আলম শাওন,উপস্থিত ছিলেন শিকার মঙ্গল মানব কল্যাণ সংগঠনের ডাসার ইউনিয়ন শাখার সহ-সভাপতি ইব্রাহিম হোসেন সহ আরো এলাকার যুব সমাজ।
বিতরণ কালে এক মুঠো, স্বপ্ন পরিবারের এডমিন সাদ্দাম হোসেন বলেন ২০১৮ সালে আরমান খান "এক মুঠো স্বপ্ন" পরিবারটি প্রতিষ্ঠিত করেন, রিনি আক্তার লিপি ও পরিচালনা কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রমে গ্রুপটি অনেক বড় পরিবারে পরিনত হয়।গত শিতে শিত বস্ত্র বিতরনের মধ্য দিয়ে অসহায়দের পাসে দারান
আরমান খান,রিনি আক্তার লিপি ও শাহিদ মালেক। তারই ধারা-বাহিকতায় অসহায়দের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আজ ঈদ-বস্ত্র বিতরন করা হয়।
তোমরা সবাই এক মুঠো স্বপ্ন পরিবারের জন্য দোয়া করবা। আগামীতে যাতে আরো বড় আয়োজন করে অসহায়ের পাশে থাকতে পারে।
ঈদ-উপহার পেয়ে শিশুদের মাঝে হাসি ও উল্লাস বিরাজ করে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.