ওমর ফারুক
স্টাফ রিপোর্টার:
বুধবার (১৯ এপ্রিল, ২০২৩) নরসিংদী জেলায় কর্মরত থাকাকালীন কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ কনস্টেবল মোঃ নাহিদ আলম আকাশ এর নিজ বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বরাবো গ্রামে তার পরিবারের সদস্যদের জন্য ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী নিয়ে হাজির হন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।
পুলিশ সুপার কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যের মা এর হাতে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন। তিনি কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারের লোকজনের খোঁজখবর নেয় এবং তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, কনস্টেবল মোঃ নাহিদ আলম আকাশ নরসিংদী জেলায় কর্মরত থাকাকালে কর্তব্যরত অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে মৃত্যুবরণ করেন।

