
সোহেল রানা, রাজশাহী:
ছবির এই ব্যক্তিরা রাজশাহী নগরীর ছিনতাইকারী। এখন পর্যন্ত এই ৪ ছিনতাইকারীর পরিচয় জানা যায়নি। এই ছিনতাইকারীরা ৩০ মার্চ দুপুর পৌণে ১২ টায় নগরীর বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার প্রেসক্লাবের সামনে হতে এক মোটরসাইকেল চালকের কাছ থেকে একটি ব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নেয়। ব্যাগের মধ্যে ২,৫০,০০০ টাকা ছিলো।
এ সংক্রান্তে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানায় একটি ছিনতাই মামলা রুজু হয়েছে।
ছিনতাইকারীদের ধরতে ও মামলা সুষ্ঠু তদন্ত এবং বিচারের জন্য প্রদর্শিত ব্যক্তিদের সন্ধান জানা একান্ত প্রয়োজন। যদি কেউ ওই ব্যক্তিদের সন্ধান জেনে থাকেন তাহলে আরএমপি’র বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জের ০১৩২০-০৬১৪৯৯ এই নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
সন্ধানদাতাকে আরএমপি’র পক্ষ থেকে ৫০০০ টাকা পুরস্কৃত করা হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.