
নিউজ ডেস্কঃ
ঈদ ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বুধবার সকাল থেকে যানজট কিংবা যানবাহনের কোনো চাপ নেই। তাই যাত্রীরা নির্বিঘ্নে একস্থান থেকে আরেক স্থানে চলাচল করছেন।
বুধবার (১৯ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় গিয়ে এমন চিত্র দেখা যায়।
এদিকে, সানারপাড় থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে পরিবার নিয়ে শিমরাইল এলাকায় এসেছেন এক চাকরিজীবী। তিনি বলেন, আজ থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। তাই দেরি না করে আজই পরিবার নিয়ে গ্রামে যাচ্ছি। ভেবেছিলাম মহাসড়কে যানজট থাকতে পারে। কিন্তু এসে দেখি একদম ফাঁকা। আশা করছি ভোগান্তি ছাড়াই গ্রামের বাড়ি যেতে পারবো।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) এ কে এম শরফুদ্দিন বলেন, মঙ্গলবার মহাসড়কে যাত্রীদের পাশাপাশি যানবাহনের চাপ থাকলেও আজ সকালে কোনো চাপ নেই বললেই চলে। যানজট নিরসনে আমার এরিয়ার প্রতিটি পয়েন্টে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশা করছি এবার যাত্রীরা নির্বিঘ্নেই তাদের গন্তব্যস্থলে যেতে পারবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.