
নিউজ ডেস্কঃ
পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য স্বস্তির যাত্রার প্রত্যাশায় বাসা থেকে বের হলেও অনেকক্ষেত্রেই তা ম্লান হচ্ছে। রাজধানীর যানজটে তৈরি হচ্ছে গাড়ির জটলা। ফলে সময়মতো কাউন্টারে গাড়ি পৌঁছাতে না পারায় হচ্ছে শিডিউল বিপর্যয়।
বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, ধোলাইপাড় ঘুরে দেখা গেছে, কাউন্টারগুলোর সামনে দীর্ঘ যানজট। কোনো কোনো গাড়ি সড়কে দাঁড়িয়ে যাত্রী উঠাচ্ছে। এতে যানজট আরও দীর্ঘ হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে।
পুলিশ বলছে, ঈদযাত্রার কারণে গাড়ির চাপ অনেক বেশি। এ ছাড়াও সড়কে সংস্কার কাজের জন্য টার্মিনালে গাড়ি দাঁড়াতে না পারায় তৈরি হচ্ছে জটলা। তবে দ্রুত তা সমাধানের উদ্যোগও নেওয়া হচ্ছে।
এসব এলাকার সড়কের শৃঙ্খলায় সায়েদাবাদে কন্ট্রোল রুম বসিয়েছে ট্রাফিক বিভাগ। সেখান থেকে মনিটরিং করা হচ্ছে ট্রাফিক ব্যবস্থা।
যানজটের বিষয়ে জানতে চাইলে ওয়ারী জোনের ডিসি (ট্রাফিক) মো. নাজির আহমেদ খান বলেন, গাড়ির অনেক চাপ আছে। পাশাপাশি সায়েদাবাদ বাস টার্মিনালে সংস্কার কাজ চলছে বিধায় গাড়ি দাঁড়ানোর জায়গা নেই। ফলে অনেক বাসই মানিকনগর হয়ে ফ্লাইওভার দিয়ে যাচ্ছে। আবার যেগুলো টার্মিনালের ভেতরে রাখার কথা, জায়গা না থাকায় সেসব বাস রাস্তায় দাঁড়াচ্ছে। ফলে সড়কে জটলা তৈরি হচ্ছে।
তিনি আরও বলেন, সায়েদাবাদ বাস টার্মিনালে অধিকাংশ বাস কাউন্টার সড়কের পাশেই। ফলে রাস্তায় দাঁড়িয়েই সেসব বাসে যাত্রী উঠানো হয়। এসব কারণেই যানজট তৈরি হচ্ছে। ওয়ারী জোনের ট্রাফিক বিভাগ সার্বক্ষণিক কাজ করছে। ডিএমপি থেকেও সহায়তা পাচ্ছি। আমরা চেষ্টা করছি। তবে বিকেলে এই জটলা কমে আসবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.