সম্পাদক

নিউজ ডেস্কঃ

রাজশাহীতে তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছেন মুসিুল্লরা।

বুধবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় বিভাগীয় ক্রীড়া সংস্থার মাঠে নামাজ অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা ইমাম সমিতি এ নামাজের আয়োজন করেন। নামাজে ইমামতি করেন তেরখাদিয়া জামে মসজিদের প্রেস ইমাম আফজাল হোসেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বাদ জোহর রাজশাহী সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের সব মসজিদগুলোতে একযোগে ঘোষণা দেওয়া হয়। সেই অনুযায়ী বুধবার সকালে মাঠে মুসল্লিরা জড় হন। আমরা এক সঙ্গে আল্লাহ সুবহানাহু তায়ালার কাছে বৃষ্টি চাইলাম।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক আফজাল হোসেন হামিদী জানান, বুধবার সকালে দুই রাকাত নামাজ শেষে খুতবা পড়া হয়। পরে দোয়া হয়।