
স্টাফ রিপোর্টার:
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যৌন উত্তেজক ট্যাবলেটসহ ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকারের ঔষধ আটক করেছে বিজিবি । আটককৃত এসব ভারতীয় ওষুধের মূল্য প্রায় ১৭ লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে।
বুধবার( ১৯ এপ্রিল ২০২৩) গভীর রাতে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খেদাছড়া ব্যাটালিয়নের অধীনস্থ অযোধ্যা বিওপি হতে সুবেদার মোঃ শহীদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২২২৭/৪-আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর অযোধ্যা গুচ্ছগ্রাম নামক স্থানে মালিকবিহীন অবস্থায় যৌন উত্তেজক ট্যাবলেটসহ ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ ৩০,৯২১ পিচ আটক করে। আটককৃত ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ এর সর্বমোট সিজার মূল্য- ১৬,৬৫,৩৫২/- (ষোল লক্ষ পয়ষট্টি হাজার তিনশত বায়ান্ন) টাকা।
৪০ বিজিবি খেদাছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সোহেল আহমেদ, পিএসসি, জানান, আটককৃত ভারতীয় ওষুধ বিজিবি ব্যাটালিয়নে মজুত রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.