
স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ড ইপিজেড এলাকায় ওসি আব্দুল করিম আসার পর থেকেই ইপিজেডের অলিতে-গলিতে মাদক জুয়া ছিনতাই সহ নানা অপকর্ম বন্ধ হয়েছে।
পুলিশ জনগণের বন্ধু এই কথাটি একশত ভাগ সত্যি,বাংলাদেশের পুলিশ বাহিনীর একজন চৌকস সদস্য বলছি ইপিজেড থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম এর কথা।
আব্দুল করিম পুলিশ ডিপার্টমেন্টে দীর্ঘদিন যাবৎ নিষ্টার সাথে কাজ করেন বাংলাদেশ পুলিশ বাহিনীর সম্মান উজ্জ্বল করেছেন,এর পাশাপাশি অপরাধ দমনে সাহসী ভূমিকা অর্জন করেছেন এই পুলিশ অফিসার।আব্দুল করিম ইপিজেড এলাকায় সবার প্রিয় মানুষ হিসেবে সুনাম অর্জন করেছেন।আব্দুল করিম ইপিজেড থানা এলাকায় যোগদানের পরপরই মাকদ জুয়া ছিনতাই সহ নানা অপকর্ম বন্ধ হয়েছে।
ইপিজেডে ওসি আব্দুল করিম
দ্বায়িত্ব নেওয়ার পরপরেই কয়েকটি চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করে আসামীদেরকে আইনের আওতায় এনে জনবান্ধন কাজে নিজেকে সম্পৃক্ত রাখেছেন,বাংলাদেশের পুলিশ চাইলেই সবকিছু করতে পারেন প্রতি মুহূর্তে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির উদ্যোগে গত চলতি বছরে জানুয়ারি ও ফ্রেরুয়ারী মাসের মাসিক অপরাধ সভায় সিএমপি বিভাগের অফিসার ইনচার্জ হিসেবে পুরুস্কার প্রাপ্ত হোন ইপিজেড এলাকার একজন এটিএম ব্লুথ প্রতারকে গ্রেফতার করে,পোশাক শ্রমিকের কষ্টের টাকা উদ্ধার করে দেন।কটানা দুইবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় এর কাছ থেকে ওসি আব্দুল করিম,পুরুস্কার বুঝিয়ে নেন।এর পরপরই ইপিজেড থানা এলাকার মহা-নায়ক হিসেবে জনগণের অন্তরে স্থান লাভ করেছেন,ওসি আব্দুল করিম।
ওসি আব্দুল করিম এর ব্যাপারে সচেতন মহলের সচেতন নাগরিকদের সাথে কথা বললে সংবাদমাধ্যম এর জবাবে বলেন,ওসি আব্দুল করিম একজন সৎ ও সাহসী তিনি চট্টগ্রামের বোয়ালখালী এলাকা সহ বিভিন্ন এলাকায় সুনামের সহিদ কাজ করেছিলেন,বিগত,২৪ সেপ্টেম্বর ২০২২ সালে চট্টগ্রাম মেটোপলিটন পুলিশ সিএমপির বন্দর বিভাগের ইপিজেড থানায় ওসি হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন। ইপিজেড থানার ওসি আব্দুল করিম তার গ্রামের বাড়ী রাজশাহী জেলায়।তিনি রাজশাহীতে সবার প্রিয় একজন ভালোমানের পুলিশ অফিসার হিসেবে সম্মান অর্জন করেন।
ইপিজেড এলাকার বিষয়টি নিয়ে
সংশ্লিষ্ট কয়েকজন পথচারীদের সাথে কথা বললে তারা সংবাদমাধ্যমকে জানান।ইপিজেড থানার ওসি আব্দুল করিম যোগদানের পর থেকেই ইপিজেড থানা এলাকায় চুরি ছিনতাই মাদক সহ নানা অপকর্ম বন্ধ হয়েছে,এর পাশাপাশি সিসিটিভি লাগানোর পর থেকে অপরাধীরা অপরাধ থেকে বিরত রয়েছেন।আব্দুল করিম এর মত
পুলিশ অফিসার প্রতিটি থানায় থানায় যদি রাখা হয় তাহলে এদেশ থেকে অপরাধীরা পালিয়ে যেতে বাধ্য হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.