ওমর ফারুক


স্টাফ রিপোর্টার:

মাদারীপুরের ডাসারে এভাবেই ঝুকি নিয়ে ব্রীজ পার হচ্ছেন পাচটি গ্রামে স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়ে সহ এলাকাবাসী। নতুন একটি ব্রীজের দাবি এলাকাবাসীর। মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের উত্তর চলবল গ্রামের তুরন হাওলাদারের বাড়ির সংলগ্ন ব্রীজটি ঝুকিপুর্ন।
উত্তর চলবল, দক্ষিন চলবল সহ আসেপাশের প্রায় পাঁচটি গ্রামের মানুষের দুর্ভোগ।
বেশী বিপাকে স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের। প্রতিনিয়ত এভাবেই ঝুঁকি নিয়ে ব্রীজ পার হয়ে চলছেন তারা।
এ সময় স্থানীয় একাধিক এলাকাবাসী বলেন, এ ব্রীজটি ২০০৪ সালে কারিতাস নামে একটি সংস্থা করে ছিল। এ ব্রীজ দিয়ে পাঁচটি গ্রামে মানুষ চলাফেরা করে। বেশী সমস্যা হয় স্কুলে পড়া ছেলে মেয়েদের। ব্রীজটিতে উঠলে মনে হয়,এই বুঝি ভেঙ্গে পরলাম।
আমরা নবগ্রাম ইউনিয়নের উত্তর চলবল ও দক্ষিন চলবলের মানুষ জন বেশী সমস্যায়, যেমনি রাস্তাঘাটের সমস্যা তেমনি এই ব্রীজের সমস্যা। অসুস্থ রোগী হলে কাধে করেই নিয়ে চলতে দুই তিন মাইল।
তাই আমাদের জরুরী একটি নতুন ব্রীজের দাবি সরকারের কাছে।